একটি বাচ্চা পুলিশকে ফোন দিলো তারপর যা ঘটলো

এক বাচ্চা, থানায় ফোন করে বলে
বাচ্চা:- হ্যালো, এটা কি থানা?
পুলিশ:- হ্যাঁ, এটা থানা।
বাচ্চা:- আপনি কে বলছেন?
পুলিশ:- আমি ওসি বলছি।
বাচ্চা:- আপনার হাতে লাঠি আছে?
পুলিশ:- হ্যাঁ, আছে।
বাচ্চা:- তাহলে ওটা নিজের পেছনে ঢুকিয়ে নিন।
ফোন কেটে গেল। ওসি সাহেব চুপ করে রইলেন।
একটু পরে আবার ফোন।
রিসিভ করতেই প্রশ্ন:
বাচ্চা:-
হ্যালো, এটা কি থানা?
পুলিশ : হ্যাঁ, এটা থানা।
বাচ্চা – আপনি কে বলছেন?
সেই বিচ্ছুটাই।
ওসি সাহেব সাবধানে জবাব দিলেন:
আমি ওসি বলছি।
বাচ্চা:- আপনার হাতে লাঠি আছে?
পুলিশ:- না, নেই।
বাচ্চা:- বাঃ! একবার বলতেই ঢুকিয়ে নিয়েছেন? সাবাশ!
সিএলআই দেখে ওসি ওই নম্বরে ফোন করলেন।
ধরলেন এক ভদ্রমহিলা।
ওসি সাহেব বললেন:- আমি থানা থেকে ওসি বলছি। এই নম্বর থেকে একটি বাচ্চা ছেলে আমাকে ফোন করেছিল। বলেছে, হাতের লাঠিটা নিজের পেছনে ঢুকিয়ে নিন।
বাচ্চার মা:- এ মা! কখন?
পুলিশ:- মিনিট দশেক আগে।
বাচ্চার মা:- ছিছি, বের করে ফেলুন। বাচ্চাদের কথা কেউ সিরিয়াসলি নেয়? শুধু শুধু দশ মিনিট কষ্ট পেলেন! বাড়ি গিয়ে একটু মলম লাগিয়ে নেবেন__ 😂🤣🤣😁😆😄😅

১ জোরে দৌরায়েন না, আস্তে হাটুন, উন্নতি করতে পারবেন।
২ চাইলে ছারি, না চাইলে মারি, এখন আপনি করবেন কী ?
৩ চাইলাম এক, হল আর এক, আর দিলো এই ?
৪ আমি আপনি, তো, বলতে পারবো না, ওটা তো, সময় বলে দেবে, যে আমি কে ?
৫ ছোট কে ছোট মনে করবেন না। কেননা ছোটর মধ্য, কী গুন আছে। তা আমি আপনি কেউই জানিনা।
৬ কোনো কাজের আগে বেশি চিন্তা কর না। কারন, বেশি চিন্তা করলে জিবনে উন্নতি করতে পারবে না।
৭ যেখানে দেখিবে অন্যায়, ওখানে করিবে প্রতিবাদ। কেউ কিছু বললে, দাত ভাঙ্গা প্রশ্নের জবাব দেবে তাহার।
৮ প্রর্দশন টায় দেখলেন, কোড টা তো দেখলেন না?
৯ ঞ্জ্যানী ছেলে/মেয়ে, বোকার মত প্রশ্ন করো কেন?
১০ এবারের সংগ্রাম, সারা বিশ্বের সংগ্রাম, এবারের সংগ্রাম soytan এর বিরুদ্ধের সংগ্রাম । সারা দুনিয়া কে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ ।
১১ ঞ্জ্যানী রা কখনোই প্রশ্ন করে না ।
১২ ঞ্জ্যানী রা কখনোই বলে না যে আমার ঞ্জ্যান আছে ।

ভালো লাগলে কিন্তু ফেসবুক পেজ এ লাইক দিতে ভুলে জাবেন না।
আরো জোকস জানতে ভিজিট করুন.