গানঃ Baba Mane Hajar Bikel
শিল্পীঃ জাইমা নূর
কথা ও সুরঃ তাসনীম সাদিয়া

গানের লিরিক্স শুরুঃ
বাবা মানে হাজার বিকেল,
আমার ছেলে বেলা।
বাবা মানে রোজ সকালে,
পুতুল পুতুল খেলা।
বাবা মানে হাজার বিকেল,
আমার ছেলে বেলা।
বাবা মানে রোজ সকালে,
পুতুল পুতুল খেলা।

বাবা মানে কাটছে ভালো,
যাচ্ছে ভালো দিন।
বাবা মানে জমিয়ে রাখা,
আমার অনেক ঋণ।
বাবা মানে কাটছে ভালো,
যাচ্ছে ভালো দিন।
বাবা মানে জমিয়ে রাখা,
আমার অনেক ঋণ।

আমি যতই এলো মেলো
ভুলের অভিধান।
বাবা তুমি সময় মত,
সহজ সমাধান।
জীবনের টানা পোড়েন,
কিছুই না জানি।
আমার গানের স্বরলিপি,
তোমার মাঝেই খুঁজি।
বাবার কাছে হইনা কাল,
আমি কোনদিনই।
বাবা ডাকে আদর করে,
আমায় সোনামণি।
বাবার কাছে হইনা কাল,
আমি কোনদিনই।
বাবা ডাকে আদর করে,
আমায় সোনামণি।

ওহ ওহ ওহ
বাবা মানে অনেক চাওয়া,
” ” অনেক পাওয়া।
বাবা মানে ছোট্ট শূন্যতা,
বাবা মানে অনেক পূর্ণতা।

ছেলেবেলা হাতছানি দেয়,
আজও সকাল সাঝে।
আমি বড় হইনি আজ,
বাবা তোমার কাছে।
চিরদিন থাকবে বলো,
তুমি আমার সাথে।
মা বলে ডাকবে বল,
সারা জীবন ধরে।
বেলা শেষে তুমি,
আজও অনেক অভিমানে।
কেউ না জানুক,
আমি জানি তোমার সোনামণি।
বেলা শেষে তুমি,
আজও অনেক অভিমানে।
কেউ না জানুক,
আমি জানি তোমার সোনামণি।

Baba Mane Hajar Bikel,
আমার ছেলে বেলা।
বাবা মানে রোজ সকালে,
পুতুল পুতুল খেলা।

বাবা মানে কাটছে ভালো,
যাচ্ছে ভালো দিন।
বাবা মানে জমিয়ে রাখা,
আমার অনেক ঋণ।

Baba Mane Hajar Bikel,
আমার ছেলে বেলা।
বাবা মানে রোজ সকালে,
পুতুল পুতুল খেলা।
বাবা মানে রোজ সকালে,
পুতুল পুতুল খেলা।

ভিডিওঃ

ভালো লাগলে কিন্তু ফেসবুক পেজ এ লাইক দিতে ভুলে জাবেন না।
আরো গজল বাংলা লিরিক্স পেতে ভিজিট করুন.