কোন সূরা পাঠ করলে কি হয়
কোন সূরা পাঠ করলে কি হয়
  1. এক বার কোরআন পাঠ করার সমান সওয়াব হবে, যদি তিনবার সূরা ইখলাস পাঠ করেন।
  2. এক খতম কোরআন পাঠ করার সমান সওয়াব হবে, যদি চার বার সূরা কাফিরুন পাঠ করেন।
  3. মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর কোন বাধা থাকে না, যদি ফরয নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করেন। আয়াতুল কুরসী প্রত্যেক ফরজ নামাযের পর পড়লে জান্নাত নসীব হয়।
  4. একজন ফেরেশতা সারারাত পাহারা দিবে, যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করেন।
  5. শির্ক থেকে মুক্ত হবে, যদি ঘুমানোর সময় সূরা কাফিরুন পাঠ করেন।
  6. কবরের আযাব থেকে মুক্তির সওয়াব হবে, যদি রাতে সূরা মূলক পাঠ করেন।
  7. পঁচিশ থেকে সাতাইশ গুন বেশি সওয়াব , হবে যদি জামাতে নামাজ আদায় করেন।
  8. হজ্বের সমতুল্য সওয়াব হবে, যদি রমজান মাসের উমরা করেন।
  9. এক কীরাত (এক কীরাত হল উহুদ পাহাড়ের সমান) সওয়াব হবে, যদি জানাযার নামাজ আদায় করেন।
  10. দুই কীরাতের সওয়াব হবে, যদি জানাযার নামাজ আদায় করেন এবং দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত থাকেন।
  11. প্রতি কদমের বিনিময়ে একটি গুনাহ মাফ ও একটি মর্যাদা বৃদ্ধি হবে, যদি উযূ করে নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা করেন।
  12. সকাল-সন্ধ্যা সত্তর হাজার ফেরেশ্তা তার জন্য মাগফেরাতের দুয়া করতে থাকে, যে ব্যাক্তি সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করে।
  13. এক খতম কোরআনের ছাওয়াব পাওয়া যায়, সূরা কাওছার চারবার পাঠ করলে।
  14. এক হাজার আয়াত পাঠের ছাওয়াব পাওয়া যায়, সূরা তাকাছুর একবার পাঠ করলে।
  15. প্রতিদিন নিয়মিত পাঠ করলে ছাওয়াবের সাথে সাথে অভাবও দূর হয়, সূরা ওয়াকেয়া।
  16. একবার পাঠ করলে দশ খতম কোরআনের ছাওয়াব পাওয়া যায়, সূরা ইয়াছিন।

ভালো লাগলে ফেসবুক পেজ এ লাইক দিয়ে পাশে থাকুন। আল্লাহ তায়ালা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন।