আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আমি আশা করছি আপনি ভালো আছেন। তো যাই হোক।
আমি আপনাদের সাথে আজ Tiktok এর রমজান উপলক্ষে প্রোফাইলে রমজান ফ্রেম কি ভাবে সেট করতে
হয় তা শিখাবো। তো চলুন শুরু করি। নিয়ম গুলো ভালো করে দেখে কাজ করলেই হয়ে যাবে। এটা তেমন কঠিন কিছু না। খুব সহজেই করতে পারবেন। যে ভাবে করবেন।

Screen sort দেখে কাজ করুনঃ-
প্রথমে tiktok অ্যাপ ওপেন করে ID login করতে হবে।

এরপর দেখুন লাল চিহ্ন দেয়া Discover নামের এই option এ কিলিক করুন।

তারপর কালো চিহ্ন দেয়া জায়গাতে দেখতে পাবেন। হ্যাশ ট্যাগ দেওয়া mahe ramadan এর পাশে লেখা আছে এটি কত জন ব্যবহার করছে। লেখাটির উপর কিলিক করুন।

কিলিক করার পর দেখতে পাবেন join this hashtag এর উপর কিল্কি দিন।

এবার দেখুন ভিডিও চালু হয়ে গেছে। এখন আপনি সবুজ চিহ্ন দেয়া জায়গাটিতে কিলিক করুন।


দেখেই পাচ্ছেন ভিডিও চালু হয়ছে। এবার ভিডিও করে নিন ১৫ সেকেন্ড এর মধ্য।

এখন আপনার ইচ্ছা মতো ভিডিও টি কাস্টম করে নিন। তারপর next এ কিল্কি দিন।

Post এ কিল্কি করুন। কাজ শেষ।

চেক করে নিন রমজানের ফ্রেম টি অ্যাড হয়ছে কিনা।

আশা করছি আপনার ভালো লেগেছে। যদি ভালো নাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করুন। সাথে একটি শেয়ার দিন। আর next এ কোন বিষয়ে পোষ্ট করবো তা কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই আপনার ঐ বিষয় টি নিয়ে পোষ্ট করা হবে ইনশা আল্লাহ। তো সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। আর রমজান মাসে রোজা রাখুন সাথে নামায আদায় ও আমল বেশি বেশি করার চেষ্টা করুন। ধন্যবান। আল্লাহ হফেজ।

ভালো লাগলে কিন্তু ফেসবুক পেজ এ লাইক দিতে ভুলে জাবেন না।

আরো তথ্য পেতে ভিজিট করুন.