আপনারা জানেন যে শব্দের বিভিন্ন রকমের খেলা আছে। যেমন একটি শব্দের শেষের অক্ষর বা বর্ণ দিয়ে আরেক টি শব্দ বলা। যেমন আমি এর
শেষের বর্ণ মি এখন মি দিয়ে একটি শব্দ বলতে হবে যেমন মিনা। খেলাটিতে এই ভাবে বলতে হবে।

তারপর শব্দের সঠিক উচ্চারণ কি হবে তা বলা। মানে অনেক কঠিন কঠিন উচ্চারণ সঠিক ভাবে বলা। সেটা যেকোনো ভাষার শব্দ হতে পারে।
যেমন বাংলা, হিন্দি, ইংলিশ, আরবি ইত্যাদি ইত্যাদি। যেমন বাংলাতে বলি পিকচার কিন্তু আপনি যদি জেনে না থাকেন তাহলে আপনি ইংলিশে
picture কে বাংলাই লিখতে গেলে আপনি লেখবেন পিকটার।

আরো অনেক রকম আছে। কিন্তু সেদিক আর যাবো না। এখন মূল কথা তে আসি।

আমি যে খেলাটির কথা বলছি তা হয়তো অনেকেই খেয়াল করেছেন আবার অনেকেই করেননি। এই খেলাটি হলো একটি শব্দের বিভিন্ন ব্যবহার।
ধরেন, আমরা বাংঙ্গালিরা কেন শব্দ কে বলতে বুঝি কেনো, কি। এই কেন শব্দটি কোনো ইংলিশ ম্যান কে বলা হয় তাহলে সে বুঝবে পারা মানে
কিছু পারতে হবে। আবার এই পারা শব্দ টি কে যদি কোনো আরবি মানুষকে বলা হয় তা হলে সে বুঝবে কুরান এর ৩০ পারা। আবার এই পারা
কে যদি বাংঙ্গালিদের বলা হয় তাহলে তারা বুঝবে পারায়ে পারায়ে মারতে বলছে। কি আজব খেলা তাই না। আসলে কথায় আছে না:
“এক দেশের গালি”
“অন্য দেশের বুলি”

ভালো লাগলে কিন্তু ফেসবুক পেজ এ লাইক দিতে ভুলে জাবেন না।

আরো তথ্য পেতে ভিজিট করুন.