বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে প্রকাশিতব্য স্মরণিকার জন্য

লেখা আহবান
আগামী ২৭ সেপ্টেম্বর ২০২২ জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক বিশ্বব্যাপী পর্যটন দিবস উদযাপন করা হবে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ টুরিজম বাের্ড পর্যটন বিষয়ক স্মরণিকা প্রকাশ করবে। উক্ত স্মরণিকায় বাংলাদেশের পর্যটন বিষয়ক লেখা আহ্বান করা হচ্ছে।

লেখা পাঠানাের নিয়মাবলী:
ক)
লেখা বাংলা অথবা ইংরেজী ভাষায় অনধিক ১৫০০ শব্দের মধ্যে হবে;
খ) লেখা বাংলাদেশের পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন, ইকো ট্যুরিজম, হাওড় ট্যুরিজম, এডভেঞ্চার ট্যুরিজম, ওয়াইল্ড লাইফ ট্যুরিজম, ব্যাক ওয়াটার ট্যুরিজম, হেরিটেজ টুরিজমসহ পর্যটন সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে হতে পারে;
গ) লেখাটি মৌলিক হতে হবে এবং কম্পিটার টাইপ (ফন্ট সাইজ ১২) বাংলার জন্য SutonnyMJ ফন্ট এবং ইংরেজীর জন্য Times New Roman ফন্টের হতে হবে।
ঘ) প্রাপ্ত লেখাসমূহ থেকে স্মরণিকা সম্পাদনা পরিষদ কর্তৃক নির্বাচিত লেখা প্রকাশিত হবে;
ঙ) একজন একটি লেখা প্রেরণ করতে পারবেন;
চ) আগামী ১০ আগস্টের মধ্যে souvenirwtd22@gmail.com এ ওয়ার্ড ফাইল এবং পিডিএফ ফাইল মেইল করতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রেরিত লেখা প্রকাশের জন্য বিবেচনা করা হবে না;
ছ) ইমেইলের বিষয়বস্তুতে “লেখকের নাম মােবাইল নম্বর লেখার বিষয় উল্লেখ করতে হবে;
জ) ইমেইলে লেখকের একটি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি ও সংক্ষিপ্ত পরিচিতি প্রেরণ করতে হবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

ভালো লাগলে কিন্তু ফেসবুক পেজ এ লাইক দিতে ভুলে জাবেন না।
আরো তথ্য পেতে ভিজিট করুন.