blood grouping testing bangla

ব্লাড গুরুপ কি ও কিভাবে পরিক্ষা করতে হয়

Blood group ki o kivabe parikha korte hoi

প্রতিটি জীবিত মানুষ জন্মগত সূত্রে শরীরে রক্ত নিয়ে জন্মায়। কিন্তু প্রতিটি মানুষের শরীরের ধরন সর্বার্থে এক হয় না। বিজ্ঞানীরা রক্তের উপাদানগত বৈশিষ্ট্যের বিচারে রক্তকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করেছেন। রক্তের এই শ্রেণিবিন্যাসকে ব্লাড গ্রুপ (Blood Group) বলা হয়।

আমরা পরিক্ষা করার সময় আট প্রকার রক্ত দেখতে পাই
এর মধ্য দুই ভাগে বিভক্ত।
চার প্রকার পজিটিভ।
যেমনঃ (A+),(B+),(AB+),(O+).
চার প্রকার নেগেটিভ।
যেমনঃ (A-),(B-),(AB-),(O-).

আমরা যখন মেডিসিন নিয়ে কাজ করি তখন দেখি এন্টিজেন A, B, D থাকে।
এই A, B দেখে আমাদের বুঝতে হয় এটা কি গুরুপ। সেটা হতে পারে A,B,AB,O গুরুপ।
এবার আসা যাক এন্টিজেন D এর কাজ কি? এর কাজ হলো পজিটিভ নাকি নেগেটিভ। এটাই মুলোতো বুঝার বিষয়।

কি কি লাগবে

১. হ্যান্ড গ্লাভস।
২. অ্যালকোহল প্যাড।
৩. ব্লাড লেনসেট।
৪. গ্লাস স্লাইড।
৫. ব্লাড এন্টিজেন এ বি ডি।

কিভাবে করতে হবে দেখে নিন

৬. রুগীর হাতের আঙ্গুলে ব্লাড লেনসেট দিয়ে আঘাত করুন।
৭. গ্লাস স্লাইড এর উপর তিন ফুটা রক্ত নিন।
৮. নম্বরের ছবির মত দিতে হবে।
৯. ব্লাড এন্টিজেন ১ম এ, ২য় বি, ৩য় ডি, এক ফুটা করে রক্তের উপর দিন।
১০. গ্লাস স্লাইড নিয়ে তিন কুনা দিয়ে গসা দিন।

কোনটা কি গুরুপ তা নির্নয় করার নিয়ম

১. যদি দেখেন এন্টিজেন A কেটে গেছে কিন্তু এন্টিজেন B কাটেনি তাহলে বুঝবেন এটি A group. এরপর দেখবেন এন্টিজেন D কেটে যায় তাহলে বুঝবেন এটি positive তাহলে ফলাফল হবে A positive (A+) রক্তের গুরুপ।
২. যদি দেখেন এন্টিজেন A কেটে গেছে কিন্তু এন্টিজেন B কাটেনি তাহলে বুঝবেন এটি A group. এরপর দেখবেন এন্টিজেন D কাটেনি তাহলে বুঝবেন এটি negative তাহলে ফলাফল হবে A negative (A-) রক্তের গুরুপ।
৩. যদি দেখেন এন্টিজেন A কাটেনি কিন্তু এন্টিজেন B কেটে গেছে তাহলে বুঝবেন এটি B group. এরপর দেখবেন এন্টিজেন D কেটে যায় তাহলে বুঝবেন এটি positive তাহলে ফলাফল হবে B positive (B+) রক্তের গুরুপ।
৪. যদি দেখেন এন্টিজেন A কাটেনি কিন্তু এন্টিজেন B কেটে গেছে তাহলে বুঝবেন এটি B group. এরপর দেখবেন এন্টিজেন D কাটেনি তাহলে বুঝবেন এটি negative তাহলে ফলাফল হবে B negative (B-) রক্তের গুরুপ।
৫. যদি দেখেন এন্টিজেন A কেটে গেছে এবং এন্টিজেন B কেটে গেছে তাহলে বুঝবেন এটি AB group. এরপর দেখবেন এন্টিজেন D কেটে যায় তাহলে বুঝবেন এটি positive তাহলে ফলাফল হবে AB positive (AB+) রক্তের গুরুপ।
৬. যদি দেখেন এন্টিজেন A কেটে গেছে এবং এন্টিজেন B কেটে গেছে তাহলে বুঝবেন এটি AB group. এরপর দেখবেন এন্টিজেন D কাটেনি তাহলে বুঝবেন এটি negative তাহলে ফলাফল হবে AB negative (AB-) রক্তের গুরুপ।
৭. যদি দেখেন এন্টিজেন A কাটেনি এবং এন্টিজেন B কাটেনি তাহলে বুঝবেন এটি O group. এরপর দেখবেন এন্টিজেন D কেটে যায় তাহলে বুঝবেন এটি positive তাহলে ফলাফল হবে O positive (O+) রক্তের গুরুপ।
৮. যদি দেখেন এন্টিজেন A কাটেনি এবং এন্টিজেন B কাটেনি তাহলে বুঝবেন এটি O group. এরপর দেখবেন এন্টিজেন D কাটেনি তাহলে বুঝবেন এটি negative তাহলে ফলাফল হবে O negative (O-) রক্তের গুরুপ।

ভিডিওঃ বুঝতে সমস্যা হলে ভিডিও টি দেখতে পারেন।

Blood group ki o kivabe parikha korte hoi

যদি কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট করে জানাবেন। সমাধান করে দেওয়া হবে ইনশাআল্লাহ। কোনো সাহায্য লাগলে জানাবেন। যদি জানা থাকে তো জানিয়ে দেয়া হবে। ধন্যবাদ।

ভালো লাগলে কিন্তু ফেসবুক পেজ এ লাইক দিতে ভুলে জাবেন না।
আরো টেক টিপ্স পেতে ভিজিট করুন.