X-RAY Masin চালু করার নিয়মঃ-

  1. ips চালু করতে হবে।
  2. কম্পিউটার চালু করতে হবে।
  3. প্রিন্টার চালু করতে হবে।
  4. cr চালু করতে হবে।

Digital XRay position WORK part 3

প্রথমে পিলাগ লাগিয়ে সুইস কিলিক করে ips চালু করতে হবে। ips এর বাটনে হলুদ আলো হলে তখন ips এর বাটনে ৩০ সেকেন্ড কিলিক করে রাখতে হবে। রাখার পর সবুজ আলো জলবে। তারপর ছেড়ে দিতে হবে।

1

এরপর কম্পিউটারের পাওয়ার বাটন কিলিক করতে হবে।

তারপর কিবোর্ডর enter বাটন / মাউজের বাম বাটন কিলিক করলে পাসওয়ার্ড চাইবে।
পাসওয়ার্ড হলো system (আপনি যা দিচ্ছেন তাই দিন) এই ভাবে লিখতে হবে।

মাউজের বাম বাটন কিলিক করে refresh করতে হবে। এরপর software চালু হবে (Auto)।
administor বাটনে কিলিক করতে হবে। তারপর login বাটনে কিলিক করতে হবে (login করার জন্য কোনো পাসওয়ার্ড দেওয়া লাগবে না)।

2

Digital XRay position WORK part 3

এবার software এর মুল (Home) পেজ আসবে। দেখতে পাবেন
ID (এখানে মেমোর সিরিয়াল নম্বর দিবেন)
Name (এখানে রুগীর নাম, বয়স দিবেন ইংরেজি বড় অক্ষরের)(যেমনঃ- BADHON- AGE: 22 YRS)
Glendale (এখানে ছেলে হলে male দিবেন আর মেয়ে হলে female দিবেন)
Enter batton (→) এ কিলিক করেন
এবার কি ধরনের x-ray করবেন তা সিলেক্ট করেন। (যেমনঃ- knee)

3

এরপর cr মেশিন চালু করতে হবে তার জন্য cr এর পাওয়ার বাটন কিলিক করতে হবে।

4

তারপর printer এর পাওয়ার বাটন কিলিক করতে হবে। কিলিক করার পর সবুজ আলো জলবে।
তারপর পাশের বাটন কিলিক করুন, দেখবেন ০০০ লেখা, উটলে বুঝবেন printer চালু হচ্ছে।
তারপর যখন সংখ্যা আসবে ১৫০ বা তার কম হবে তখন বুঝতে হবে printer পুরো পুরি চালু হয়ছে।

5

ভালো লাগলে কিন্তু ফেসবুক পেজ এ লাইক দিতে ভুলে জাবেন না।
আরো এক্সরে সম্পর্কে জানতে ভিজিট করুন.