প্রিপেইড মিটারের বিদ্যুৎ বিল দেয়ার পর কিছুক্ষণের মধ্যে প্রাপ্ত এসএমএস-এর মাধ্যমে আপনি একটি টোকেন নাম্বার পাবেন। (যদি আপনি উক্ত এসএমএস এর মাধ্যমে টোকেন নাম্বার না পেয়ে থাকেন, তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে মিটার নম্বর লিখে মেসেজ করুন 04445616247 নাম্বারে। ফিরতি এসএমএস-এর মাধ্যমে আপনার টোকেন নাম্বার পেয়ে যাবেন) অথবা বিকাশ থেকে সরাসরি টোকেন নাম্বার নিন।

  1. বিকাশ অ্যাপ লগিন করুন।
  2. তারপর স্ক্রিন থেকে “পে বিল” সিলেক্ট করুন।
  3. বিদ্যুৎ ট্যাপ করে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সিলেক্ট করুন।
  4. টোকেন নাম্বার নিন এ সিলেক্ট করুন।
  5. মিটার নাম্বার দিয়ে টোকেন খুঁজুন এ সিলেক্ট করুন।
  6. এই টোকেন নাম্বার টি মিটারে দিন।
  7. এই টোকেন নাম্বার আপনার বিদ্যুতের মিটারে প্রবেশ করালে, বিদ্যুৎ বিল দেয়া পুরোপুরি ভাবে সম্পন্ন হবে/ মিটারে আপডেট হবে।

অ্যাপে দেখে নিন বিলের ডিজিটাল রিসিট

  1. বিকাশ অ্যাপ লগিন করে স্ক্রিন থেকে “পে বিল” সিলেক্ট করুন। তারপর রিসিট এ কিলিক করুন।
  2. যে বিল দিয়েছেন তা দেখতে পাবেন। ডাউনলোড এ কিলিক করে ডাউনলোড করুন।
  3. বিলের রিসিট দেখুন।

ধন্যবাদ।

ভালো লাগলে কিন্তু ফেসবুক পেজ এ লাইক দিতে ভুলে জাবেন না।
আরো অফার সম্পর্কে জানতে ভিজিট করুন.