শিল্পীঃ ইকবাল এইচজে
গীতিকারঃ রকিবুল আহসান মিনার
সুরঃ ইকবাল এইচজে
কম্পোজিশন ও সাউন্ড অ্যারেঞ্জমেন্টঃ পারভেজ জুয়েল
কস্টিউম ডিজাইনারঃ মার্জিয়া ইকবাল
সহায়তা পরিচালকঃ আনিস আহমেদ
জিএফএক্সঃ সাদ আল আমিন
পরিচালকঃ এইচ আল হাদি

লিরিক অনুবাদঃ আব্দুল ফাত্তাহ সাকী

ব্যবস্থাপনাঃ শপনীল শোজিব আমিনুল ইসলাম নাসির

বিশেষ ধন্যবাদঃ
মজিবুল হক
এমডি ইলিয়াস হোসেন
মাহমুদ জুয়েল
আয়েশা তারান্নুম
সালাউদ্দীন রাসেল

ব্যাকগ্রাউন্ড ভোকালঃ
দিদারুল ইসলাম
এবিএম নোমান আজাদ
আবদুল্লাহ
ইকবাল এইচজে
পারভেজ জুয়েল

শ্যুটিং প্লেস ম্যানেজমেন্টঃ
এমডিঃ

জাহিদুল ইসলাম জাহিদ
এমডি আকরাম হোসেন
এমডি সুমন
মোহাম্মাদ নাঈম
নুরুল আফসার নিসেট
সালা আকবর ফারভেজ

রেকর্ড লেবেলঃ ফান-ডিএ-মেন্টাল স্টুডিও
প্রোডাকশনঃ ব্যাকস্ক্রিন

PLAN & ARRANGEMENT: IQBAL HJ
PRODUCED BY ELAN RECORDS USA

গানের বাংলা লিরিক্স শুরুঃ
দুনিয়ার আগুনে হাত রেখে দেখো
পূনরায় পাপ তুমি করার আগে
অনুভব করে দেখো আগুনের তাপ
ঝলসানো যন্ত্রনা কেমন লাগে।

কি করে ভাবছো তুমি জাহান্নামে
কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত
একটুও সইতে কি পারবে তুমি
দুনিয়ার আগুনে রেখে দেখো হাত।

যে আগুন ভয়াবহ সত্তর গুণ
যে আগুনে পুড়ে কেউ হবেনা তো খুন
মৃত্যুও মরে যাবে শুধু চিৎকার
কষ্টে নিজেকে শুধু দিবে ধিক্কার
লেলিহান, লেলিহান সে আগুনে জ্বলবে শুধু
আল্লাহ’র দয়া ছাড়া পাবেনা নাযাত।।

পাপ করে নেই আজও অনুশোচনা
পাপ করা গুণাহ যে তা হয়না মনে
ইবাদাতে নেই কোন খেয়াল তোমার
স্বাভাবিক দিন যায় বেখেয়ালি ক্ষণে।

হায়াতের আয়ু তব কমে যায় রোজ
আঁধার কবরে কেউ নিবেনা তো খোঁজ
দুনিয়ার মিছে মায়া চোখে তোমার
মালিকের দয়া তুমি চাওনি ক্ষমার
ঈমানের, ঈমানের সাথে যদি মৃত্যু না হয়
পাবেনা রাসূলের কভু শাফায়াত।

ভিডিওঃ

ভালো লাগলে কিন্তু ফেসবুক পেজ এ লাইক দিতে ভুলে জাবেন না।
আরো গজল বাংলা লিরিক্স পেতে ভিজিট করুন.