কভার গান ক্রেডিট:
গায়কঃ-
ওয়াসিম কাবের পলাশ (গামছা পলাশ)
সঙ্গীত পরিচালকঃ- তানজিম রেজা
তত্ত্বাবধানঃ- এমডি উবায়দুল্লাহ
রচনাঃ- হাসিবুর রহমান হাসিব
পরিচালকঃ- এইচ আল হাদি

গুরুত্বপূর্ণ তথ্য:
বাংলা গানঃ-
আকদিন মাটির ভেতোর হবে ঘর
কথা ও সুরঃ- এনায়েত আব্বাস
প্রথম সঙ্গীত ও কণ্ঠঃ- ঝংকার
অ্যালবামঃ- পোড়ামন
প্রকাশিতঃ- এ-ওয়ান
প্রোডাক্ট প্রযোজকঃ- এনায়েত আব্বাস মূল ভিডিও নির্দেশনাঃ- জাফর আল মামুন

1st Audio Release:- 2000
2nd Video Release:- 2006

Now Produced By:- Islam and Life

গানের বাংলা লিরিক্স শুরুঃ
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার
কেন বান্ধ দালান ঘর রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার
কেন বান্ধ দালান ঘর রে মন আমার
কেন বান্ধ দালান ঘর

প্রাণো পাখী উড়ে যাবে পিঞ্জরো ছেড়ে
ধরাধামে সবিই রবে তুমি যাবে চলে
বন্ধু বান্ধব যত মাতা পিতা তারার সুতো
বন্ধু বান্ধব যত মাতা পিতা তারার সুতো
সকলিই হবে তোমার পর রে মন আমার
কেন বান্ধ দালান ঘর রে মন আমার
কেন বান্ধ দালান ঘর

রুপেরই গৌরবে সাজিয়াছো সাজ
সোনাদানা কত কি আর রাজোকী পোষাক
প্রাণো চলে যাবে সবিই পড়ে রবে
প্রাণো চলে যাবে সবিই পড়ে রবে
গায়ে দেবে মার্কিনথান রে মন আমার
কেন বান্ধ দালান ঘর রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
ইয়া মওলা ও মওলা, মাফ করে দাও আমারে
দিশা যেনো পায় তোমারে

দেহ তোমার চর্মচর গলে পঁচে যাবে
শিরাই উপ শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে
মন্ডু মেরুদন্ড সবিই হবে খন্ড খন্ড
মন্ডু মেরুদন্ড সবিই হবে খন্ড খন্ড
পড়ে রবে মাটির ঐ উপর রে মন আমার
কেন বান্ধ দালান ঘর রে মন আমার
কেন বান্ধ দালান ঘর

নাই বিছানা নাইরে বালিশ ভেতরে ঘর অন্ধকার
তার ভিতরে পড়ে রবি ওরে মনির সরকার
কিসের স্ত্রী পুত্র কিসের স্ট্রোহ মিত্র
কিসের স্ত্রী পুত্র কিসের স্ট্রোহ মিত্র
দম ফুরাইলে সবি হবে পর
রে মন আমার কেন বান্ধ দালান ঘর
রে মন আমার কেন বান্ধ দালান ঘর

ইয়া মওলা, ইয়া মওলা, ইয়া মওলা, ইয়া মওলা।

ভিডিওঃ

ভালো লাগলে কিন্তু ফেসবুক পেজ এ লাইক দিতে ভুলে জাবেন না।
আরো গজল বাংলা লিরিক্স পেতে ভিজিট করুন.