জলাতঙ্ক কি?
জলাতঙ্ক হলাে প্রাণি থেকে মানুষের দেহে সংক্রমিত ভাইরাসজনিত একটি রােগ। এ রােগে মৃত্যু অনিবার্য কিন্তু শতভাগ প্রতিরােধযােগ্য।

কিভাবে ছড়ায়?
শতকরা ৯৯ ভাগ ক্ষেত্রে কুকুরের কামড়/ আঁচড়ে জলাতঙ্ক সংক্রমিত হয়ে থাকে। এছাড়া বিড়াল শিয়াল/ বানর/ বেজী ও বণ্যপ্রাণির কামড়/ আঁচড়ের মাধ্যমে মানুষের দেহে জলাতঙ্ক ছড়াতে পারে। এগুলো জলাতঙ্ক সংক্রমণকারী প্রাণি।

কুকুর/ প্রাণির কামড়ে আক্রান্ত হলে করণীয়ঃ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) গাইড লাইন অনুযায়ী যত দ্রুত সম্ভব চিকিৎসা নিতে হবে।

ক্ষতের ধরণক্ষতের বিবরণসকল ক্যাটাগরিতেচিকিৎসা
ক্যাটাগরি-১অক্ষত চামড়ায় লেহন, প্রাণির সংস্পর্শ, কিন্তু কোন আঁচড়/ ক্ষত নেইঅতি কাপড় কাঁচার সাবান/ ডিটারজেন্ট প্রবাহমান পানি দিয়ে ১৫ মিনিট ধরে ক্ষত স্থান ধৌত করতে হবেকোন টিকা দিতে হবে না
ক্যাটাগরি-২আঁচড়/ ক্ষত আছে কিন্তু রক্তক্ষরণ নাইInj. Anti Rabies
Vaccine(ARV)*
ক্যাটাগরি-৩ক্ষত ও রক্তক্ষরণ আছেInj. ARV* ও Inj. RIG

*Dose of Inj. ARV:- প্রতি ডােজে: 0.1 মিলি x দুই বাহুতে; চামড়ার মধ্যে (Intradermally) তিন ডােজ-Do,D3, D7
*Dose of Inj. RIG:- ক্ষতস্থানে (Infiltration) (40 1U/kg Body Weight, সর্বোচ্চ 3000 IU) – D
সংক্রামক ব্যাধি হাসপাতাল, ঢাকা এবং সকল জেলা সদর হাসপাতাল ও নির্দিষ্ট কিছু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে জলাতঙ্কের টিকা পাওয়া যায়।

জলাতঙ্ক সম্পর্কে যে কোন তথ্য জানতে ও জানাতে হটলাইন নাম্বার: ০১৭৩১-৩১৪৬০০
E-mail: zdcp.cdc.dghs@gmail.com

জাতীয় জলাতঙ্ক নিল কর্মসূচী
রােগ নিয়ন্ত্রণ শাখা, সিডিসি
স্বাস্থ্য অধিদপ্তর।

প্রচারেঃ
লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমােশন
স্বাস্থ্য শিক্ষা ব্যুরাে, স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

ভালো লাগলে কিন্তু ফেসবুক পেজ এ লাইক দিতে ভুলে জাবেন না।
আরো তথ্য পেতে ভিজিট করুন.