Salat Adayer Chohih Poddhoti part 2

Salat Adayer Chohih Poddhoti part 2

সালাত আদায়ের ছহীহ পদ্ধতি (প্রথম পর্বঃ- ১)

ক্বওমা

  1. অতঃপর রুকূ’ থেকে উঠে সোজা হয়ে প্রশাস্তির সাথে দাঁড়াবে এবং কান বা কাঁধ বরাবর দুই হাত উঠিয়ে ‘রাফ’উল ইয়াদায়েন’ করবে।
    • বুখারী হা/৭৩৫, ৭৩৬, ৭৩৭, ৭৩৮, ৭৩৯
    • ছহীহ মুসলিম হা/৩৯০, ৩৯১
  2. রুকূ— থেকে উঠার সময় ‘সামি‘আল্ল-হু লিমান হামিদাহ’ বলে দু’আ পাঠ করবে।
    • বুখারী হা/৭৯৫
  3. তারপর ‘রব্বানা লাকাল হাম্দ’ বলবে। অথবা বলবে ‘রব্বানা ওয়া লাকাল হাম্দু হাম্দান কাছীরান ত্বাইয়েবাম মুবা-রাকান ফীহি’।
    • বুখারী হা/৭৯৯
    • মিশকাত হা/৮৭৭
  4. সেই সাথে দুই হাত স্বাভাবিকভাবে ছেড়ে দিবে।
    • বুখারী হা/৮২৮
    • মিশকাত হা/৭৯২

সিজদা

  1. ক্বওমার দু’আ পাঠ শেষে ‘আল্ল-হু আকবার’ বলে প্রথমে দু’হাত ও পরে দু’হাঁটু মাটিতে রেখে সিজদায় যাবে ও দু’আ পাঠ করবে।
    • আবুদাউদ হা/৮৪০
    • নাসাঈ হা/১০১১
    • মিশকাত হা/৮১৯
    • ছহীহ ইবনু খুযায়মা হা/৬২৭
    • সমল ছহীহ
    • মুস্তাদরাক হাকিম, হা/৮২১ বায়হাকী
    • সুনানুল কুবরা হা/২৭৪৪
    • আলবানী মিশকাত ১ম খ- পৃ. ২৮২ টীকা নং-১
  2. এ সময় হাত দু’টি ক্বিবলামুখী করে মাথার দু’পাশে কাঁধ বরাবর মাটিতে রাখবে।
    • আবুদাউদ হা/৭৩৪
    • তিরমিযী হা/২৭০
    • সনদ ছহীহ
    • মিশকাত হা/৮০১
  3. তখন হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখবে।
    • মুস্তাদরাক হাকিম হা/৮১৪
    • বুলুগুল মারাম হা/২৯৭
    • সনদ ছহীহ
    • আবুদাউদ হা/৮০৯-এর আলোচনা দ্র.
  4. কনুই উঁচু রাখবে ও বগল ফাঁকা রাখবে। এক্ষেত্রে কোনভাবেই দু’হাত কুকুরের মত মাটিতে বিছিয়ে দেয়া যাবে না।
    • বুখারী হা/৮০৭
    • (ইফাবা হা/৭৭০) ও হা/৩৫৬৪
    • মুসলিম হা/৪৯৫
    • মিশকাত হা/৮৮৮,৮১১
  5. কখনো কনুইদ্বয় হাঁটু বা মাটিতে ঠেস দিবে না।
    • বুখারী হা/৮২২
    • (ইফাবা হা/৭৮৪)
    • মুসলিম হা/৪৯৩
    • মিশকাত হা/৮৮৮
    • আবুদাউদ হা/৭৩০
    • মিশকাত হা/৮০১
  6. সিজদা লম্বা হবে ও পিঠ সোজা থাকবে। যেন নীচ দিয়ে একটি বকরীর বাচ্চা যাওয়ার মত ফাঁকা থাকে।
    • মুসলিম হা/৪৯৬
    • আবুদাউদ হা/৮৯৮
    • মিশকাত হা/৮৯০
    • উল্লেখ্য, এখানে খেয়াল রাখতে হবে যে, হাঁটু থেকে কোমর পর্যন্ত তথ্য ঊরু যেন সোজা থাকে, সামনে বা পিছন কোনদিকে হেলে না যায়।
  7. সিজদার সময় দুই পা খাড়া করে এক সঙ্গে মিলিয়ে রাখবে।
    • মুসলিম হা/৪৮৬
    • (ইফাবা হা/১৭২)
    • মিশকাত হা/৮১৩
  8. এ সময় আঙ্গুলগুলো কিবলামুখী করে রাখবে।
    • বুখারী হা/৮২৮
    • মিশকাত হা/৭৯২
  9. অতঃপর সিজদার দু’আ তথা সুবহা-না রাব্বিয়াল আলা কমপক্ষে তিনবার বলবে। অথবা সুবহা-নাকা আল্ল-হুম্মা রব্বানা ওয়া বিহাদিকা আল্ল-হুম্মান্ফিরলী পড়বে।
    • ইবনু মাজাহ হা/৮৮৮
    • সনদ ছহীহ ইরওয়াউল গালীল হা/৩৩৩
    • বুখারী হা/৭৯৪, ১০৯
    • মিশকাত হা/৮৭১
  10. সিজদা থেকে উঠে বাম পায়ের পাতার উপরে বসবে ও ডান পায়ের পাতা খাড়া রাখবে।
    • বুখারী হা/৮২৮
    • মিশকাত হা/৭৯২
  11. এ সময় প্রশাস্তির সাথে বসবে এবং বলবে আল্ল-হুম্মাগ ফিরলী ওয়ারহান্নী ওয়াজ্ববুনী ওয়াদিনী ওয়া আফিনী ওয়ার্কনী।
    • তিরমিযী হা/২৮৪
    • আবুদাউদ হা/৮৫০
    • মিশকাত হা/১০০
    • সনদ ছহীহ
  12. অতঃপর ‘আল্ল-হু আকবার’ বলে দ্বিতীয় সিজদায় যাবে ও দু’আ পড়বে। ২য় ও ৪র্থ রাকআতে দাঁড়ানোর সময় সিজদা থেকে উঠে শান্তভাবে বসবে। অতঃপর মাটিতে দু’হাত রেখে ভর দিয়ে দাঁড়িয়ে যাবে।
    • বুখারী হা/৮২৩
    • (ইফাবা হা/৭৮৫ ও ৭৮৬)
    • মিশকাত হা/৭৯৬
    • বুখারী হা/৮২৪
    • ছহীহ ইবনু ঘুষারমাহ হা/৬৮৭
    • বায়হাকী সুনানুল কুবরা হা/২৯১৯
  13. এ সময় হাঁটুর উপর ভর দিয়ে তীরের মত উঠে যাওয়া যাবে না। কেননা এ সম্পর্কিত হাদীছটি মিথ্যা ও বানোয়াট।
    • সিলসিলা যঈফাহ হা/৫৬২
  14. মহিলারা সিজদার সময় মাটিতে নিতম্ব রাখবে না। এমর্মে বর্ণিত হাদীছটি যঈফ।
    • যঈফুল জামে হা/৬৪৩
    • সিলসিলা ছহীহাহ হা/২৬৫২

Salat Adayer Chohih Poddhoti part 2

বৈঠক

  1. দ্বিতীয় রাক’আত শেষ করার পর বৈঠকে বসবে। এ সময় বাম পায়ের পাতার উপরে বসবে ও ডান পায়ের পাতা খাড়া রাখবে।
    • বুখারী হা/৮২৮
    • মিশকাত হা/৭৯২
  2. ১ম বৈঠক হলে কেবল ‘আত্তাহিইয়া-তু’ পড়বে।
    • মুসলিম হা/৪৯৮
    • মিশকাত হা/৭৯১
  3. তারপর মাটির উপর দুই হাত রেখে ভর দিয়ে ৩য় রাক’আতের জন্য দাঁড়িয়ে যাবে।
    • বুখারী হা/৮২৩
    • (ইফাবা হা/৭৮৫ ও ৭৮৬)
    • মিশকাত হা/৭৯৬
    • বুখারী হা/৮২৪
  4. তবে যদি শেষ বৈঠক হয়, তাহলে আত্তাহিইয়া-তু’ পড়ার পরে দরূদ, দু’আয়ে মাছুরাহ পড়বে।
    • বুখারী হা/৮৩৫
    • মুসলিম হা/৫৮৮
    • মিশকাত হা/৯৪০
  5. শেষ বৈঠকে ডান পায়ের তলা দিয়ে বাম পায়ের অগ্রভাগ বের করে নিতম্বের উপরে বসবে এবং ডান পা খাড়া রাখবে ও আঙ্গুলগুলো ক্বিবলামুখী করবে।
    • বুখারী হা/৮২৮
    • (ইফাব্য হা/৭৯০)
    • মিশকাত হা/৭৯২
  6. এ সময় পায়ের আঙ্গুলগুলো সাধারণভাবে খোলা রাখবে।
    • আবুদাউদ হা/৭৩০
    • মিশকাত হা/৮০১
    • সনদ ছহীহ
  7. বৈঠকের সময় বাম হাত দ্বারা বাম হাঁটু চেপে ধরবে।
    • মুসলিম হা/৫৭১
  8. আর ‘আত্তাহিইয়া-তু’, ‘দরূদ’, দু’আ মাছুরা ও অন্যান্য দু’আ পড়ার সময় ডান হাতের বৃদ্ধা আঙ্গুল মধ্যমা আঙ্গুলের পিঠে রেখে মুষ্টিবদ্ধ করে কিংবা ৫৩-এর ন্যায় মুষ্টিবদ্ধ রেখে শাহাদাত আঙ্গুল দ্বারা সালাম ফিরানোর পূর্ব পর্যস্ত নাড়াতে থাকবে ।
    • মুসলিম হা/৫৭৯ ও ৫৮০
    • (ইফাবা হা/১১৮৪)
    • মিশকাত হা/৯০৬, ৯০৮
  9. এ সময় শাহাদাত আঙ্গুলের দিকে দৃষ্টি রাখবে।
    • নাসাঈ হা/১২৭৫, ১১৬০
    • সনদ হাসান ছহীহ
  10. আঙ্গুলের উক্ত ইশারা দুই তাশাহ্হুদেই করবে।
    • বায়হাকী সুনানুল কুবরা হা/২৯০৩
    • সনদ ছহীহ
  11. ‘আত্তাহিইয়া-তু’ পাঠের ক্ষেত্রে ‘লা ইলা-হা ইল্লাল্লাহু’ বলার সময় একবার আঙ্গুল উঠিয়ে আবার রেখে দেয়া যাবে না। এটি বানোয়াট ও মিথ্যা।
    • তাহকীক মিশকাত হা/১০৬-এর টীকা দ্র. ১/২৮৫ পূ

সালাম

  1. সবশেষে “আত্তাহিইয়া-তু’, ‘দরূদ’, দু’আ মাছুরা ও অন্যান্য দু’আ পাঠের পর ডানে ও বামে ‘আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’ বলে সালাম ফিরাবে।
    • বুখারী হা/৮৩৪
    • মিশকাত হা/৯৪২

সালাম পরবর্তী করণীয়

  1. সালাতের সালাম ফিরিয়ে প্রথমে সরবে একবার ‘আল্ল-হু আকবার’ বলবে।
    • বুখারী হা/৮৪২
    • মুসলিম হ/৫৮৩
    • মিশকাত হা/১৫৯
  2. তারপর তিনবার বলবে ‘আস্তাগফিরুল্লা-হ”। সেই সাথে বলবে ‘আল্ল- হুম্মা আংতাস সালামু ওয়া মিংকাস সালামু তাবা-রকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরা-ম’।
    • মুসলিম হা/৫৯১
    • মিশকাত হা/৯৬১০
  3. এ সময় ইমাম হলে প্রত্যেক ছালাতে ডানে অথবা বামে ঘুরে সরাসরি মুক্তাদীদের দিকে মুখ করে বসবেন।
    • বুখারী হা/৮৪৫
    • (ইফাবা হা/৮০৫)
    • মুসলিম হা/৬৪০
    • মিশকাত হা/৯৪৪
    • বুখারী হা/৬২৩০
    • মুসলিম হা/৭০৯
    • মিশকাত হা/১০১
  4. অতঃপর ইমাম মুক্তাদী সকলে ‘আয়াতুল কুরসী সহ সালামের পরের যিকির সমূহ পাঠ করবে।
    • বুখারী হা/৮৪৪
    • মুসলিম হা/৫৯৩
    • মিশকাত হা/১৬২
    • আবুদাউদ হা/১৫২২
    • নাসাঈ আল-কুবরা হা/৯৯২৮
    • সনদ ছহীহ
    • সিলসিলা ছহীহাহ হা/১৭২

উল্লেখ্য, ছালাত আদায়ের ক্ষেত্রে নারী-পুরুষের মাঝে পদ্ধতিগত কোন পার্থক্য নেই।

Salat Adayer Chohih Poddhoti part 2

ভালো লাগলে কিন্তু ফেসবুক পেজ এ লাইক দিতে ভুলে জাবেন না।
আরো নামাজ সম্পর্কে জানতে ভিজিট করুন.