Kaner Porda Chire Jawya

Kaner Porda Chire Jawya

আমাদের এক ইঞ্চি লম্বা বর্হিকর্ণের শেষ প্রান্তে ৮ মিমি x ৬ মিমি সাইজের ফ্যাকাসে সাদা কানের পর্দা। শব্দ তরঙ্গের মাধ্যমে এর কম্পনে বিভিন্ন প্রক্রিয়া শেষে আমরা শব্দ বা কথা শুনতে পাই।

আঘাতজনিত কানের পর্দা ছিড়ে যাওয়া:-
কানে খোঁচাখুচি, ফরেন বডি বা অপরিপক্ক হাতে তা বের করতে গেলে অপরিহার্য এই কানের পর্দা ছিড়ে যেতে পারে। কানে বায়ু চাপের প্রকারন্তে যেমন চপোটাঘাত, কাছে পিঠে বম্ব- ব্লাস্ট, বেশি জোড়ে কানের উপর চুমু খাওয়া, পানির বেশি গভীরে ডুব দেয়া, প্লেন টেক-অফ, ল্যান্ডিং ইত্যাদি সময়েও পর্দা ফুটো হতে পারে। জন্মগত বা অন্য কারণে পর্দা দূর্বল বা পাতলা থাকলে সমস্যাটা বেশি হওয়ার আশঙ্কা।

কানের উপর থাপ্পড় বা চপেটাঘাতে কানের পর্দা ছিড়ে যাওয়া এবং করণীয় বিষয়ে এখানে আলোচনা হবে। এমনটায় রোগী কান স্তব্ধ, কম শোনা, হালকা ব্যথার সাথে অন্তঃকর্ণেও চোটের কারণে অস্বাভাবিক শব্দ বা “টিনিটাস’, মাথা ঘুরানো বা ‘ডিজিনেস’ ইত্যাদি থাকতে পারে। কানের ভিতর আলো ফেলে দেখলে পর্দায় এবড়ো-থেবড়ো বর্ডারের চিড় বা ফুটোর সাথে রক্তের আভা দেখে নিশ্চিত হওয়া যায়।

কাজটা সাধারণত হঠাৎ রাগান্বিত স্বামী করে ফেলেছেন, সাথে আসা অনুতপ্ত আসামীকে বাঁচানোর জন্য স্ত্রী অন্যরকম কিছু বানিয়েও বলেন। এমনটা কখনো বাবা, শিক্ষক বা অন্য কারো হাতেও হতে পারে এবং থানা-পুলিশ- মামলা চলতেও পারে। পারিবারিক সৌহার্দ, শিক্ষকের মর্যাদা মনে রেখে রোগী, পরিবারকে আশ্বস্থ করা উচিৎ।

চিকিৎসায় করণীয়:-
কানের হালকা রক্ত পরিষ্কারের দরকার নাই বরং তা জমাট বেধে শুকিয়ে পর্দা জোড়া লাগাতে সাহায্য করবে, কানে তুলা না দিয়ে বাতাসে শুকনা রাখতে দিন। ব্যথা থাকলে ব্যথা নাশকের সাথে এন্টিহিস্টামিন, নাকে ড্রপ দিতে হয় যাতে নাসিকা-গলা ও মধ্য কর্ণের সংযোগনালী (ইউসটেসিয়ান টিউব) খোলাসা থাকে।

সর্দি, ঠান্ডা জ্বর থাকলে মুখে এন্টিবায়োটিক আর টিনিটাস, মাথা ঘুরানো- থাকলে সিনারিজিন, ভার্গনজাতীয় ঔষধ খাবে। এ অবস্থায় কানে পানি, তেল, ড্রপ দেয়া ঠিক না। নাক বন্ধ করে বাতাস কানের দিক দেয়া বা নাক চেপে হাঁচি দেয়া যাবে না। কয়েক সপ্তাহে এরকম ছেড়া পর্দা জোড়া লেগে যায়। রোগী দেরীতে বা ইনফেনশন নিয়ে আসলে কানপাকা/ সি.এস.ও.এম এর চিকিৎসা চালাতে হবে।

Kaner Porda Chire Jawya

ভালো লাগলে কিন্তু ফেসবুক পেজ এ লাইক দিতে ভুলে জাবেন না।
আরো সাস্থ্য সম্পর্কে জানতে ভিজিট করুন.